সিটিজেন চার্টার
(Citizen Charter)
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
হরিপুর, ঠাকুরগাঁও।
ক্র: নং |
প্রদেয় সেবা |
সেবাগ্রহীতা |
সেবা প্রাপ্তির জন্য করনীয় |
সেবা প্রদানকরীর করণীয় |
১ |
সমিতি/দল (পুরুষ/মহিলা) দলগঠন |
বি, আর, ডি, বি, আওতা ভুক্ত সুফলভোগী |
সমবায়ী সদস্য হতে হবে |
লিখিত আবেদনের উপর ভিত্তি করে সরেজমিনে প্রতিটি গ্রামে গিয়ে নীতি মালার আলোকে ভুমিহীন, বর্গাচাষী, ক্ষুদ্র কৃষক, কৃষক, দরিদ্র, অতি দরিদ্র (নারী/পুরুষ) সুফলভোগী নিয়ে আবর্তক কর্মসুচী, সদাবিক কর্মসুচী, পল্লী প্রগতি কর্মসুচী, মউ কর্মসুচী, আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা প্রকল্পের ২০-২৫ জন সুফলভোগী নিয়ে রেজিট্রেশনের মাধ্যমে দল/সমিতি গঠন করা হবে। |
২ |
সদস্যদের সঞ্চয় ও শেয়ার সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বি, আর, ডি, বি’র আওতাভুক্ত আবর্তক, মুল কর্মসুচী, সদাবিক, পল্লী প্রগতি, আদর্শ গ্রাম, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, গুচ্ছগ্রাম, মউ প্রকল্পের সকল সদস্যদের সাপ্তাহিক ভিত্তিতে সঞ্চয় ও শেয়ার জমা করণের মাধ্যমে সদস্যদের নিজস্ব পুঁজি গঠন ও আত্ম কর্মসংস্থানে সহায়তা করা। |
৩ |
সমবায়ী সদস্যদের প্রশিক্ষণ প্রদান। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বি, আর, ডি, বি’র আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের সমবায়ী সদস্যদের কৃষি কাজ, গাভী পালন, হাঁস মুরগী চাষ, নার্সারী, সবজি চাষ, মৎস চাষ, বাশঁ ও বেতের কাজ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করে সমবায়ী সদস্যদের উৎপাদনমুখী ও আয় বৃদ্ধি মুলক দক্ষতা বৃদ্ধি করা হয়। |
৪ |
সমবায়ী সদস্যদের ঋন প্রদান। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বি, আর, ডি, বি’র আওতাভুক্ত বিভিন্ন কর্মসুচী প্রকল্পের সমবায়ী সদস্যদের সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ, আত্মকর্ম কৃষি ঋণ ও বিভিন্ন প্রকল্পের আওতায় উৎপাদন মুখী ও আয়বৃদ্ধি মুলক কর্মকান্ডের উপর সহজ শর্তে ঋণ প্রদান ও সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। |
৫ |
সমবায়ী সদস্যগণকে সহজ শর্তে কৃষি উপকরণ ও কৃষি উৎপাদন সরবরাহ। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বিভিন্ন প্রকল্পের কর্মসুচী সমবায়ী সদস্যদের মাধ্যমে সহজ শর্তে বিভিন্ন কৃষি উৎপাদন ও কৃষি উপকরণ যেমন- সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্র, গভীর অগভীর নলকুপ, টিউবওয়েল, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়। |
৬ |
বাজার জাত করণ ও সংরক্ষণ। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বিভিন্ন প্রকল্পের সমবায়ী সদস্যদের উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করণ ও সংরক্ষণের করা তাদের নায্য মুল্য প্রাপ্তির সহায়তা করা। |
৭ |
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
সমবায়ী মহিলা সদস্যদের বিভিন্ন সংগঠন ও তাদের বিভিন্ন সভা, সমাবেশ এবং সেমিনারের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ সচেতনতা বৃদ্ধি সহায়তা করা। |
৮ |
নারী নির্যাতন ও যৌতুক প্রথা নির্মুল। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
সমবায়ী সদস্যদের মধ্যে নারী নির্যাতন ও যোতুক প্রথা নির্মুল (যৌতুক যে সামাজিক ব্যাধি) করানোর জন্য জন সচেতনতা সৃষ্টি করা। |
৯ |
বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
সমবায়ী সদস্যদের বিভিন্ন বিষয় যেমন- বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও জন সচেতনতা বৃদ্ধি করা। |
১০ |
বৃক্ষ রোপন। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বিভিন্ন প্র্রকল্পের সমবায়ী সদস্যদের মধ্যে বিনামুল্যে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছ সরবরাহ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অধিক পরিমানে গাছের চারা রোপনের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা। |
১১ |
দরিদ্র মানুষের আত্ম সামাজিক অবস্থার উন্নয়ন। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বিভিন্ন প্রকল্পের দরিদ্র সমবায়ীদের মধ্যে সুফল হস্তান্তরের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য সহায়তা করা। |
১২ |
নেতৃত্বের বিকাশ। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বি, আর, ডি, বি’র কেন্দ্রীয় সমবায় সমিতির প্রতি তিন বছর পর পর সভাপতির পদ পরিবর্তনের মাধ্যমে নেত্বত্বের বিকাশ সৃষ্টিতে সহায়তা করা। |
১৩ |
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তার। পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি। |
সমবায়ী সদস্য |
সমবায়ী সদস্য হতে হবে |
বি, আর, ডি, বি’র আওতাভুক্ত অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তার পোষ্যদের বিভিন্ন প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। |
*আজই আসুন বি, আর, ডি, বি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।*
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস