Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। বিআরডিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় “পল্লী উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস” এর কাজে নিয়োজিত একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠান।

 

পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ‘‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড” প্রতিষ্ঠার সূচনালগ্ন হতে পল্লীর সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। পল্লীর কৃষক ও জনসম্পদকে সমিতি/দলে সংঘবদ্ধ করে তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরী করা, বিভিন্ন প্রকার কর্মমূখী প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা,পূজি গঠন, প্রকল্প ভিত্তিক কৃষি উন্নয়ন ও ব্যবসা কাজে সরকারি ঋণ সহায়তা প্রদান সহ পল্লীর অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন তথা ‘‘ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত” সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিআরডিবি সদা প্রতিশ্রুতিবদ্ধ।