বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। বিআরডিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় “পল্লী উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস” এর কাজে নিয়োজিত একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠান।
পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ‘‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড” প্রতিষ্ঠার সূচনালগ্ন হতে পল্লীর সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। পল্লীর কৃষক ও জনসম্পদকে সমিতি/দলে সংঘবদ্ধ করে তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরী করা, বিভিন্ন প্রকার কর্মমূখী প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা,পূজি গঠন, প্রকল্প ভিত্তিক কৃষি উন্নয়ন ও ব্যবসা কাজে সরকারি ঋণ সহায়তা প্রদান সহ পল্লীর অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন তথা ‘‘ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত” সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিআরডিবি সদা প্রতিশ্রুতিবদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস