Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

(Citizen Charter)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

হরিপুর, ঠাকুরগাঁও।

ক্র: নং

প্রদেয় সেবা

সেবাগ্রহীতা

সেবা প্রাপ্তির

জন্য করনীয়

সেবা প্রদানকরীর করণীয়

সমিতি/দল

(পুরুষ/মহিলা) দলগঠন

বি, আর, ডি, বি,

আওতা ভুক্ত সুফলভোগী

সমবায়ী সদস্য

হতে হবে

লিখিত আবেদনের উপর ভিত্তি করে সরেজমিনে প্রতিটি গ্রামে গিয়ে নীতি মালার আলোকে ভুমিহীন, বর্গাচাষী, ক্ষুদ্র কৃষক, কৃষক, দরিদ্র, অতি দরিদ্র (নারী/পুরুষ) সুফলভোগী নিয়ে আবর্তক কর্মসুচী, সদাবিক কর্মসুচী, পল্লী প্রগতি কর্মসুচী, মউ কর্মসুচী, আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা  প্রকল্পের ২০-২৫ জন সুফলভোগী নিয়ে রেজিট্রেশনের মাধ্যমে দল/সমিতি গঠন করা হবে।  

সদস্যদের সঞ্চয় ও শেয়ার

সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বি, আর, ডি, বি’র আওতাভুক্ত আবর্তক, মুল কর্মসুচী, সদাবিক, পল্লী প্রগতি, আদর্শ গ্রাম, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, গুচ্ছগ্রাম, মউ  প্রকল্পের সকল সদস্যদের সাপ্তাহিক ভিত্তিতে সঞ্চয় ও শেয়ার জমা করণের মাধ্যমে সদস্যদের নিজস্ব পুঁজি গঠন ও আত্ম কর্মসংস্থানে সহায়তা করা।

সমবায়ী সদস্যদের প্রশিক্ষণ প্রদান।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বি, আর, ডি, বি’র আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের সমবায়ী সদস্যদের কৃষি কাজ, গাভী পালন, হাঁস মুরগী চাষ, নার্সারী, সবজি চাষ, মৎস চাষ, বাশঁ ও বেতের কাজ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করে সমবায়ী সদস্যদের উৎপাদনমুখী ও আয় বৃদ্ধি মুলক দক্ষতা বৃদ্ধি করা হয়।

সমবায়ী সদস্যদের ঋন প্রদান।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বি, আর, ডি, বি’র আওতাভুক্ত বিভিন্ন কর্মসুচী প্রকল্পের সমবায়ী সদস্যদের সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ, আত্মকর্ম কৃষি ঋণ ও বিভিন্ন প্রকল্পের আওতায় উৎপাদন মুখী ও আয়বৃদ্ধি মুলক কর্মকান্ডের উপর সহজ শর্তে ঋণ প্রদান ও সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। 

সমবায়ী সদস্যগণকে সহজ শর্তে

কৃষি উপকরণ ও কৃষি উৎপাদন

সরবরাহ।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বিভিন্ন প্রকল্পের কর্মসুচী সমবায়ী সদস্যদের মাধ্যমে সহজ শর্তে বিভিন্ন কৃষি উৎপাদন ও কৃষি উপকরণ যেমন- সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্র, গভীর অগভীর নলকুপ, টিউবওয়েল, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়।

বাজার জাত করণ ও সংরক্ষণ।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বিভিন্ন প্রকল্পের সমবায়ী সদস্যদের উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করণ ও সংরক্ষণের করা তাদের নায্য মুল্য প্রাপ্তির সহায়তা করা।

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

সমবায়ী মহিলা সদস্যদের বিভিন্ন সংগঠন ও তাদের বিভিন্ন সভা, সমাবেশ এবং সেমিনারের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ সচেতনতা বৃদ্ধি সহায়তা করা।

নারী নির্যাতন ও যৌতুক প্রথা নির্মুল।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

সমবায়ী সদস্যদের মধ্যে নারী নির্যাতন ও যোতুক প্রথা নির্মুল (যৌতুক যে সামাজিক ব্যাধি) করানোর জন্য জন সচেতনতা সৃষ্টি করা।

বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

সমবায়ী সদস্যদের বিভিন্ন বিষয় যেমন- বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও জন সচেতনতা বৃদ্ধি করা।

১০

বৃক্ষ রোপন।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বিভিন্ন প্র্রকল্পের সমবায়ী সদস্যদের মধ্যে বিনামুল্যে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছ সরবরাহ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অধিক পরিমানে গাছের চারা রোপনের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা।

১১

দরিদ্র মানুষের আত্ম সামাজিক

অবস্থার উন্নয়ন।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বিভিন্ন প্রকল্পের দরিদ্র সমবায়ীদের মধ্যে সুফল হস্তান্তরের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য সহায়তা করা।

১২

নেতৃত্বের বিকাশ।

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বি, আর, ডি, বি’র কেন্দ্রীয় সমবায় সমিতির প্রতি তিন বছর পর পর সভাপতির পদ পরিবর্তনের মাধ্যমে নেত্বত্বের বিকাশ সৃষ্টিতে সহায়তা করা।

১৩

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তার।

পোষ্যদের আত্মকর্মসংস্থান  সৃষ্টি। 

সমবায়ী সদস্য

সমবায়ী সদস্য

হতে হবে

বি, আর, ডি, বি’র আওতাভুক্ত অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তার পোষ্যদের বিভিন্ন প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা।

 

 *আজই আসুন বি, আর, ডি, বি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।*